দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি॥
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের লাউবাড়িয়া-বোয়ালিয়া সড়কের পাশে মাঠের মধ্য থেকে সুমন (২২) নামে এক অটোরিক্সা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার কাজীহাটা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে লাউবাড়িয়া-বোয়ালিয়া সড়কের পাশে একটি আবাদি ঘাসের জমির মধ্যে একটি সাদা রঙের প্লাষ্টিকের বস্তা পড়ে থাকতে দেখে মাঠে কর্মরত কৃষকরা তা খুলে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পায়। এরপর থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর অনুসন্ধান করে পুলিশ জানতে পারে এটি অটোরিক্সা চালক সুমনের লাশ। ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, সুমনের অটোরিক্সা ছিনতাই করে তাকে হত্যার পর রবিবার রাতে কোন এক সময় তাকে বস্তাবন্দি করে ফাঁকা মাঠের মধ্যে ফেলে রাখা হয়েছে। হত্যাকারীদের চিন্থিত করার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।