• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:

ঝুকিপূর্ণ বাহনে হেলমেটবিহীন যাত্রীসেবা

আপডেটঃ : সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮

পিরোজপুর জেলা প্রতিনিধি॥
পিরোজপুরে জীবনের ঝুকি নিয়ে মটরসাইকেলে যাতায়াত করছে যাত্রীরা। পিরোজপুর জেলার প্রায় প্রতিটি সড়কে প্রতিদিন কয়েক হাজার মটরসাইকেল হেলমেটবিহীন যাত্রীসেবা দিয়ে আসছে। জানা যায় নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট-চাঁদকাঠী সড়ক, মিয়ারহাট-বৈঠাকাটা সড়ক ও ইন্দুরহাট-শ্রীরামকাঠী সড়কে প্রতিদিন দুই শতাধিক মটরসাইকেল ঝুকিপূর্ণ অবস্থায় চলাচল করছে। এই তিনটি সড়কে বিশেষ কোন যানবাহন না থাকায় যাত্রীরা মটরসাইকেলে যাতায়াতে বাধ্য হচ্ছে। ইন্দুরহাট-চাঁদকাঠী সড়কের ১৫ কিলোমিটার রাস্তা যাতায়াত করতে একজন যাত্রীকে ভাড়া দিতে হয় ১৫০ টাকা। ইন্দুরহাট-শ্রীরামকাঠী সড়কের ১৮ কিলোমিটার পথ একজন যাত্রীকে ভাড়া দিতে হয় ১৮০ টাকা। মিয়ারহাট-বৈঠাকাটা সড়কে ভাড়া দিতে হয় ১০০ টাকা। অথচ এই সড়কে লোকাল বাস চলাচল করলে যাত্রীকে ভাড়া দিতে হতো মাত্র ২০ টাকা। মটরসাইকেলে চলাচলের জন্য যাত্রীকে যেমন অধিক ভাড়া গুনতে হয় তেমনি জীবনের ঝুকি নিয়ে পথ চলতে হয়। এখানে যাত্রীদের যেমন হেলমেট ব্যবহারের সুযোগ নেই তেমনি মটরসাইকেল চালকরাও হেলমেট ব্যবহার করছেন না। অন্যদিকে অধিকাংশ চালকই নতুন। শতকরা ৮০ জন চালকেরই ড্রাইভিং লাইসেন্স নেই। তাছাড়া বেশকিছু চোরাই মটরসাইকেলও অবাধে চলছে এ সড়ক তিনটিতে। হেলমেটবিহীন অবস্থায় বেপরোয়াভাবে গাড়ী চালানোর ফলে প্রতিদিনই ঘটছে কোন না কোন দূর্ঘটনা। সড়ক তিনটিতে একজন চালক প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় করছে বলেই প্রতিনিয়ত ভাড়ায় চালিত মটরসাইকেলের সংখ্যাও বেড়ে চলেছে। উপজেলার বিভিন্ন পল্লী অঞ্চল থেকে শত শত কলেজ ছাত্রছাত্রীরা প্রতিদিন মটরসাইকেলে করে কলেজে যাতায়াত করছে। প্রায় সব সড়কে গবাদি পশু পালন চলছে নিয়ম না মেনে। ফলে প্রতিদিনই হাঁস-মুরগীসহ ছাগল গরু ও দূর্ঘটনার শিকার হচ্ছে। সড়ক তিনটিতে যানবাহন চলাচলের যাবতীয় নিয়ম চালু করা প্রয়োজন। চোরাইপথে সংগ্রহকৃত মটরসাইকেল চলাচল বন্ধ করা, সড়কের নিয়ম মেনে গাড়ী চলাচল নিশ্চিৎ করা, সড়কের উপড়ে অবাধে গবাদি পশু পালন নিষিদ্ধ করা, ড্রাইভিং লাইসেন্স নেই এমন গাড়ী চালকদের পুরোপুরি নিষিদ্ধ করা, হেলমেটবিহীন অবস্থায় গাড়ী চালানো বন্ধ করা বর্তমানে খুবই জরুরী হয়ে পরেছে। স্থানীয় জনগণ এসকল সমস্যা সমাধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ