রংপুর প্রতিনিধি॥
পুষ্টিকর ডিম খাবার অভ্যাস গড়ার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ঝরে পরা রোধে বুধবার দুপুরে ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে পীরগাছা উপজেলা পরিষদ।
রংপুরের পীরগাছা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টিকর ডিম খাওয়ার অভ্যাস গড়ার জন্য আড়াই হাজার শিশুর মধ্যে ডিম বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ ও পোল্ট্রি শিল্প মালিক সমিতির উদ্যোগে পর্যায়ক্রমে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ডিম বিতরণের কার্যক্রমের কথা জানান, উপজেলা চেয়ারম্যান আফছার আলী। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবীর,ভাইস চেয়ারম্যান শাহ ফরহাদ হোসেন অনু,উপজেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতির সাধারন সম্পাদক এটিএম মোজাহিদুল ইসলাম মিলন ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ শামিম।