স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ২০১৭ সালের নির্বাচনে ভোলার দৌলতখান উপজেলার কৃতিসন্তান জাতীয় দৈনিক খরবপত্র পত্রিকার বিশেষ প্রতিনিধি শাজাহান সাজু গণি-শহিদ পরিষদ থেকে অংশ গ্রহন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বরিবার দুপুরে তার প্রতিদ্বন্দ্বী ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বীয় দপ্তর সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান কায়কোবাদ মিলন। সাজাহান সাজু ওই সংগঠনে ইতিপূর্বে সর্বাধিক ভোটে বারবার কার্য্য নির্বাহি কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯৭ইং সালে দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।
জনাব শাজাহানসাজুকে দৈনিক সংবাদ সংযোগ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।