দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি॥
কুষ্টিয়ার দৌলতপুরে তামাকবাহী ট্রলির নিচে পড়ে (৪২) বছর বয়সের এক তামাক ব্যবসায়ী নিহত হয়েছে।
বুধবার সকাল ৯ টার সময় ফিলিপনগর-তারাগুনিয়া সড়কের পি,এম কলেজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব ফিলিপনগর হিন্দুপাড়া এলাকার মৃত খাশমত প্রামানিকের ছেলে তামাক ব্যবসায়ী জহুরুল ইসলাম (৪২) বাড়ি থেকে তামাকভর্তী ট্রলিতে করে আল্লারদর্গা যাওয়ার সময় পি,এম কলেজের কাছাকাছি এলে দ্রুতগামী লাইসেন্স বিহীন শ্যালো ইঞ্জিন চালিত আরেক ট্রলিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে ট্রলিটি উল্টে পড়ে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় জহুরুল।
দৌলতপুর থানার ওসি সাহা দারা খান এ ব্যাপারে বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবার কোন মামলা দায়ের করেননি।