ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডশনের উদ্যোগে দিনব্যাপি ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ এপ্রিল)সকাল থেকে সারাদিন ব্যাপি সমৃদ্ধি কর্মসূচির আওতায় আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডশনের উদ্যোগে উপজেলার বড় কাঁশর প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
স্বাস্থ্য ক্যাম্পে মেডিসিন, শিশু বিশেষজ্ঞ, নাক-কান-গলা বিশেষজ্ঞ, গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় তিন শতাধীক রোগী দেখেন।
ডা. বিবেক আচার্য, নেপাল থেকে, ডা.উবাইদুর রহমান, ঢাকা থেকে ও ডা. মোছা. তামকিন আহমেদ ঢাকা থেকে আসেন বলে জানান, ক্যাম্প তদারকিতে থাকা সমন্বয়কারী মো. সিরাজ মিয়া।
এ সময় ৫জন ডিপে¬ামাধারী ডাক্তার ও ১০জন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স সহযোগীতা করেন।
আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডশনের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প একটি চলমান প্রক্রিয়া ও দরিদ্র শ্রেণীর মানুষের দোরগোড়া স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ, বলে জানিয়েছেন আসপাডা’র পরিচালক লায়ন এম এ রশিদ।