• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে জমির বিরোধের জেরে বাদীকে মাদকাসক্তি নিরাময়ে আটকে রাখার অভিযোগ

আপডেটঃ : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি॥
জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে কৌশলে এক মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। দুইদিন আটকে থাকার পর অবশেষে শনিবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হলেন, কালিয়াকৈর উপজেলার আমদাইর এলাকার কাইয়ুম আলীর ছেলে মানিক মিয়া (৫৫)।
ভুক্তভোগী পরিবার ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সূত্রে জানা গেছে, মানিক মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পাশের মাঝুখান এলাকার তার আপন বড় ভাই রহিম উদ্দিনের পারিবারিক বিরোধ চলে আসছে। এ ঘটনায় সপ্তাহখানেক আগে মানিক মিয়া কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই বিষয়টি নিয়ে আগামী ২৫ এপ্রিল থানায় বসার কথা রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের আগে তার বড় ভাই রহিম উদ্দিন উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় ছায়া মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রে যান। পরে তাকে আটকে রাখার জন্য ওই নিরাময়কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে মোটা অংকের টাকার চুক্তি করেন রহিম উদ্দিন। ওই চুক্তি মোতাবেক ওই মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রের ৬-৭ জন লোক একটি সাদা মাইক্রোবাস যোগে গত বৃহস্পতিবার সকালে আমদাইর এলাকায় যায়। পরে তারা বাড়ির পাশ থেকে তাকে জোরপূর্বক ওই মাইক্রোবাসে তোলে। এসময় স্থানীয় লোকজন বাধা দিতে গেলে তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে। এরপর থেকে তাকে ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আটকে রাখা হয়। কিন্তু পরিবারের লোকজন ওই এলাকাসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তাকে না পেয়ে হতাশায় পড়ে। পরের দিন শুক্রবার দুপুরে একটি সুত্রে জানতে পারে মানিক মিয়াকে ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন ওই নিরাময় কেন্দ্রে গেলেও তার সঙ্গে দেখা করতে দেননি। শনিবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের সহযোগীতায় আটক মানিক মিয়াকে উদ্ধার করা হয়। এব্যাপারে অভিযুক্ত রহিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ওই মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রের সিনিয়র স্টাফ মাসুদ বকসি জানান, মানিক মিয়া ও রহিম উদ্দিন দু-ভাই। কিন্তু জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি তাদের জানা ছিল না। ওই নিরাময় কেন্দ্রের পরিচালক নির্মল চন্দ্র ঘোষ (দাদা) জানান, মানিক মিয়া মাদকাসক্ত নয়, এমন কি তিনি পান, সিগারেটও খান না। তার বড় ভাই কৌশলে এ কাজটি করিয়েছেন। তবে বিষয়টি বুঝতে পেরে তার স্ত্রীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হবে।
কালিয়াকৈর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো.
জাফর আলী জানান, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় মানিক মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। তবে শুনেছি তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ