চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮’ পালিত হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। পরে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ মাতিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন সুলতানা, ডা. জিন্নাত আরা হক, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ, ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম প্রমুখ। র্যালিতে সূর্যের হাসি, সমতা নারী উন্নয়ন সংস্থা, লাইট হাউসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে।