কুড়িগ্রাম প্রতিনিধি॥
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের উত্তর খেদাইমারী গ্রামে মমতাজ বেগম(২০) নামের এক গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনার সাথে জড়িত স্বামী মিজানুর রহমান ও শশুর আব্দুল হামিদকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার (২৪ এপ্রিল) রাত ৩টার দিকে পারিবারিক কলহের জের ধরে মমতাজ বেগমকে গলা টিপে হত্যা করে তার স্বামী। বিষয়টি এলাকাবাসী টের পেলে স্বামী মিজানুর রহমান ও তার শশুর আব্দুল হামিদকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে অভিযুক্তদের আটক করে লাশ থানায় নিয়ে আসে।
এলাকাবাসী আরো জানায়, মমতাজ বেগম মিজানুর রহমানের তৃতীয় স্ত্রী। এর আগে দুই স্ত্রী স্বামীর নির্যাতনে সংসার করতে না পেরে চলে যায়।
এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্বামী ও শশুরকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়ে। নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে।