রংপুর অফিস॥
রংপুর নগরীর জনসেবা ক্লিনিক কর্তৃপক্ষের সন্ত্রাসী বাহিনী দ্বারা অতর্কিতভাবে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আসামীদের গ্রেফতারে রংপুর রেঞ্জ ডিআইজি’র সাথে মতবিনিময় করেছে রংপুর সম্মিলিত টেলিভিশন সাংবাদিক পরিষদ।
গতকাল মঙ্গলবার সকালে সাংবাদিকরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে আসামীদের গ্রেফতার দাবী জানান। সেই সাথে চাঞ্চল্যকর ঘটনায় সাংবাদিকদের তথ্য প্রদানে পুলিশ বিভাগের সহযোগিতা কামনা করেন। রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক আসামীদের গ্রেফতারে পুলিশ বিভাগ কাজ করছে বলে জানান। সেই সাথে সাংবাদিকদের তথ্য প্রদানে পুলিশ সুপার মিজানুর রহমানকে কর্মকর্তা নিযুক্ত করার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সম্মিলিত টেলিভিশন সাংবাদিক পরিষদের সমন্বয়কারী এটিএন বাংলা ও এটিএন নিউজের বিভাগীয় প্রতিনিধি মাহাবুবুল ইসলাম, চ্যানেল আই’র সিনিয়র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি নজরুল ইসলাম রাজু, এশিয়ান টিভি’র প্রতিনিধি বাদশাহ ওসমানী, দেশ টিভি’র প্রতিনিধি আবু আসলাম, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, রংপুরের সভাপতি শাহ্ নেওয়াজ জনি, সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন প্রমুখ ।