• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

ছেলের সংসার ভেঙ্গে বর হওয়ার স্বপ্ন নতুন শ্বশুরের

আপডেটঃ : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

রংপুর অফিস॥
রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের  পশুয়া জঙ্গি অধ্যষিত গ্রামে ভাতিজা কর্তৃক চাচী কে বিয়ে করার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর চাচীর ভাসুর যখন নতুন শ্বশুর তখন তার বাড়িইে অবস্থান নিলেও ভাতিজা চাচীকে স্ত্রীর মর্যাদা না দিয়ে পলাতক রয়েছে।  জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউপির  পশুয়া জঙ্গি অধ্যষিত গ্রামের আনিছুর রহমান ওরফে তারা মেলেটারীর ছেলে পারভেজ রহমান সম্প্রতি  সে তার নিজস্ব চাচীকে ফুসলিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর, চাচীকে বাড়ীতে রেখে স্ত্রীর মর্যাদা না দিয়ে গা ঢাকা দেয়।  এলাকাবাসী জানান, তারা মেলেটারীর ভাই মাও: মোস্তফা  চার বছর আগে দুই সন্তান সহ স্ত্রীকে রেখে মারা যায়। এরপর, দুই সন্তানের ওই জননী  ভাসুর তারা মেলেটারীর ছেলে পারভেজ রহমানের সাথে প্রেমের গোপন সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে দেড়মাস আগে হাতেনাতে চাচী ভাতিজা ধরা পড়লে  তাদের দুইজনকে ইসলামী শরানুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। তারপর, ভাতিজা পারভেজ রহমান নববধূ কে নিজ বাড়িতে রেখে গা ঢাকা দেয়ার চেষ্টা করে ।  সেই সাথে পারভেজের বাড়ির লোকজন ওই নববধূর সংসার ভাংতে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছে বলে ভূক্তভোগী দাবি। এঘটনার পর পরেই তার  ভাসুর থেকে নতুন শ্বশুর  ছেলের বউ এর সংসার নষ্ট করে নিজেই নতুন  বড় সেজে  বিয়ে করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে  ইটাকুমারী  ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এঘটনা  যা ঘটেছে তা সব সঠিক কিন্তু বলার মত নয়। এবং আমি শুনার পর ইউপি সদস্য আফাজ উদ্দিনকে পাঠিয়েছিলাম সরেজমিনে গিয়ে দেখার জন্য । খোজ খবর নিয়ে জানা যায়, ঘটনা সঠিক তাই এর মুল হোতা কে বা কারা তাদেরকে খুজে বের করে পরিষদে এনে । তাদের বিরুদ্ধে ব্যবস্থা  নিতে । জেন আর কখনো এমন কাজ কেউ করার সাহস না পায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ