সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে রিভালবার ও দুই রাউন্ড গুলিসহ শিপন মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। বুধবার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে শিপন মিয়ার বাড়ী অভিযান চালায় ডিবি পুলিশ । অভিযান চলাকালে ডিবি পুলিশকে বাড়ীর লোকজন ভিতরে ঢুকতে অনেক বাধা দেয়। বাধা অতিক্রম করে পুলিশ ভিতরে ঢুকে তল্লাশী চালালে একটি বিদেশী রিভালবার ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় শিপন মিয়াকে গ্রেফতার করে জামালপুর ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। শিপন মিয়া চর পোগলদিঘা গ্রামে হাবিবুর রহমান (হবি ফকির) এর ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে জেলা ডিবি অফিসার ইনর্চাজ সালেমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিভালবার ও ২ রাউন্ড গুলিসহ শিপনকে গ্রেফতার করা হয়েছে।