টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বাড্ডা দক্ষিণ পাড়া গ্রামে শুক্রবার(২৭ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে ৪৫পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. মাহবুবুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান(৩২) পাশের বল্লা ইউনিয়নের সিঙ্গাইর উত্তরপাড়া গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে।
র্যাব-১২’র সিপিসি-৩’র টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার মেজর মোহাম্মদর রবিউল ইসলাম জানান, গোপণে খবর পেয়ে কালিহাতী উপজেলার বাড্ডা দক্ষিণ পাড়া কাঁচা রাস্তা থেকে মো. মাহবুবুর রহমানকে ৪৫পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।