চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
র্যাব-৫ রাজশাহীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৯ এপ্রিল ২০১৮ ইং তারিখ আনুমানিক ০২:০০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বাজিতপুর গ্রামস্থ বাজিতপুর গোরস্থানের পূর্ব পার্শ্বে জনৈক চুনি চৌধুরী এর আমবাগানের ভিতর টিনের ঘরে অভিযান পরিচালনা করে জেএমবি’র সক্রিয় সদস্য ১। মোঃ জিয়াউল হক @ জিয়া @ আবির @ রঞ্জিত (৩৮), পিতা-মোঃ খিদির আলি, সাং-ধোবড়া, ২। মোঃ তৌফিকুল ইসলাম @ তৌফিক ডাক্তার (৩২), পিতা-মোঃ সেকেন্দার আলি, সাং-গোয়াবাড়ী চাঁদপুর, ৩। মোঃ বেলাদুল ইসলাম @ বেলাল (৫০), পিতা-মৃত লুৎফর রহমান, সাং-ধোবড়া, ৪। মোঃ কামাল হোসেন (৩৫), পিতা-মৃত আলিফ উদ্দিন খলিফা, সাং-চাকলা, ৫। মোঃ শরিফুল ইসলাম (৩৪), পিতা-মোঃ আনারুল হক, সাং-ধোবড়া, সর্ব থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে (১) ০২ টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, (২) ০২ টি পিস্তলের ম্যাগাজিন, (৩) ০৭ রাউন্ড গুলি, (৪) ৮০০ গ্রাম গান পাউডার, (ঘ) ৭৫ গ্রাম সোডা, (ঙ) ৮০ গ্রাম চুন, (চ) ০৪ (চার) টি জিহাদী বই, (ছ) ০২ (দুই) টি টর্চ লাইট, (জ) ০৩ (তিন) টি মোবাইল ফোন, (ঝ) নগদ-১০৩৪/-(এক হাজার চৌত্রিশ) টাকা, (ঞ) বোমা তৈরীর সরঞ্জামাদি যথা-০১ টি কাটার প্লাস, ০১ টি তাতাল, ০১ টি এন্টি কাটার, ০২ টি স্ক্রু ড্রাইভার, ০১ টি সুপার গ্লু আঠা, ০২ টি ব্যাটারী, ০৩ টি সার্কিট, ০১ টি আইসি, ০৯ টি সুইচ, ০৩ টি ইন্ডিকেটর বাল্ব, ০১ টি লাল স্কসটেপ, ০৪ টি জর্দ্দার কৌটা, ০১ টি দিয়াশলাই, ০১ টি গ্যাস লাইটার, ০২ টি পোড়া মোমবাতি, রাং তার, ইলেক্ট্রিক তার, রোজন, একটি সাদা পলিথিনের ভিতর লোহার বল ও কাঁচের মার্বেল ইত্যাদি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদেরকে প্রাথমিক জিঞ্জাসাবাদকালে জানা যায় যে, বর্তমানে তারা জিয়াউল @ জিয়াউর @ জাকিউল @ জিয়া নামক রাজশাহী অঞ্চলের এক দায়িত্বশীলের নেতৃত্বে মাঠ পর্যায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং তার অধীনে আরও কিছু সাথী ভাই রাজশাহী, চাঁপাই, নওগাঁ সহ বিভিন্ন অঞ্চলে কাজ করছে। ২০১৬-২০১৭ সালে রাজশাহী অঞ্চলের জেএমবি’র নেতা সোহেল মাহফুজ, আব্দুল্লাহ, আশরাফ, আব্দুস শুকুর @ শুকুরুদ্দি আইন শৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতার হলে জিয়াউল দলীয় নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করে এবং দলকে সুসংগঠিত করার চেষ্টা অব্যাহত রাখে।এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।