• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:

বাগেরহাটে সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে তথ্য অফিসের আলোচনা সভা

আপডেটঃ : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে প্রচার করতে বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে বাগেরহাটের ফকিরহাটে একটি স্কুলে আলোচনা সভা করেছে। বৃহস্পতিবার সকালে ফকিরহাট উপজেলা পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া এলাকার বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রীদের অভিভাবকদের সমন্বয়ে  ওই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ। আলোচনা সভার সভাপতি জেলা তথ্য অফিসার মোহাম্মাদ ফরিদ উদ্দিন বলেন স্বল্প উন্নত বাংলাদেশ  এখন মধ্যম আয়ের দেশ হিসাবে বিশ্বের কাছে  স্বীকৃতি পাচ্ছে। যা বর্তমান সরকারের উন্নয়ন ও নারী ক্ষমতায়নের মধ্য দিয়ে সম্ভব হয়েছে। তিনি সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহকারী জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, ওই বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি আসিত রায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছায়া রানী দাস প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ শহীদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ