কমলগঞ্জ প্রতিনিধি॥
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ড. সেলু বাসিত বলেছেন, মুক্ত সাংবাদিকতায় সকল প্রতিবন্ধকতা, নিয়ন্ত্রণ, সা¤্রাজ্যবাদী নিয়ন্ত্রণে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রচার প্রচারনা বন্ধ, সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা প্রদান, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব মুক্ত করলেই বস্তুনিষ্ট সাংবাদিকতা ও গণমাধ্যম স্বাধীনতা ভোগ করবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০১৮ উপলক্ষে ‘মুক্ত সাংবাদিকতায় প্রতিবন্ধকতা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সেমিনার ও স্মারক সংকলন ‘উদ্ভাস’ এর মোড়ক উম্মোচন করা হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু। নির্ধারিত আলোচক হিসাবে লিখিত বক্তব্য পাঠ করেন লেখক-গবেষক আহমদ সিরাজ, আলোচক হিসাবে বক্তব্য রাখেন কথা সাহিত্যক ও সাংবাদিক আকমল হোসেন নিপু, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো চেয়ারম্যান জিডিসন প্রধান সুচিয়ান, হাজীপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু, প্রভাষক শাহজাহান মানিক, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক মো: সানোয়ার হোসেন, একুশে টিভির মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা-লেখক জয়নাল আবেদীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিফজুর রহমান বক্ত, সাংবাদিক বিশ্বজিৎ রায়, এম.এ.ওয়াহিদ রুলু, প্রনীত রঞ্জন দেবনাথ, শাহীন আহমদ, আব্দুর রাজ্জাক রাজা, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, সাংবাদিক কামরুল হাসান মারুফ, জয়নাল আবেদীন, শাব্বির এলাহী, আসহাবুর ইসলাম শাওন, এস, কে, দাস, মোনায়েম খান, শিক্ষক বিপ্লব ভূষন দাস, নারী সংবাদকর্মী শিরিন শীলা, দিপালী গোপ্তা, শিক্ষার্থী শাহানারা জান্নাত, কলেজ ছাত্র সোহেল আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান আলোচক সহ অন্যান্য অতিথিবৃন্দ কমলগঞ্জ সাংবাদিক সমিতির উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে প্রকাশিত সংকলন ‘উদ্ভাস’ এর মোড়ক উম্মোচন করেন।
‘মুক্ত সাংবাদিকতায় প্রতিবন্ধকতা ও আমাদের করণীয়’ এই শ্লোগানে অনুষ্ঠিত সেমিনারে চাপ মুক্ত সাংবাদিকতা করার সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন বক্তারা। বাংলাদেশে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা কর্তৃপক্ষের চাপ, প্রশাসনের ভয়ভীতি এবং নানা আইনি নিগড়ে হুমকির মুখে৷ সর্বশেষ তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা সংবাদ মাধ্যমকে আতঙ্কের মুখে ঠেলে দিয়েছে।