রংপুর অফিস॥
৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। গত ২৫ শে এপ্রিল কেবা কাহারা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে ২৯ এপ্রিল তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার এসআই মমতাজুল ইসলাম জানান, কোনও ব্যক্তির আতœীয়-স্বজন হয়ে থাকলে যোগাযোগ করে লাশ গ্রহন করতে পারবেন।