• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

ভুঞাপুরে কিন্ডার গার্টেন এসোসিয়েশন কমিটির অভিষেক ও পুরস্কার বিতরণ

আপডেটঃ : শনিবার, ৫ মে, ২০১৮

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি॥
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক ও বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকিরের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশিনা (ভুমি) শরিফ আহম্মেদ, প্রধান বক্তা বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন ঐক্য পরিষদের চেয়ারম্যান ইস্কানদার হাওলাদার, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহিনুল ইসলাম তরফদার বাদল, ঢাকা কাস্টমস্ অফিসার এসোসিয়েশনের সভাপতি লুৎফুল আজম সেলিম, কিশোরগঞ্জ জেলা কটিয়াদি উপজেলা সাবরেজিষ্টার মোঃ হায়দার আলী খান, ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এম এ মজিদ মিঞা, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রতন। অনুষ্ঠানে ২০১৭ সালের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও তাদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে পরি সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ