• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

তানোরে সম্পত্তির দখল নিয়ে উত্তেজনা

আপডেটঃ : শনিবার, ৫ মে, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরে বিএনপি মতাদর্শী প্রভাবশালীর বিরুদ্ধে অন্যর সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে। রাজশাহীর ইক্রাহিম আলী কাগজ মূলে অংশীদারদের কাছে নায্যমূল সম্পত্তি কিনেও দখল নিতে পারছেন না। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, বিগত ২০১৪ সালে তানোর পৌর এলাকার রায়তানবর্ষ মৌজায় ১২৭২, ১২৬৭ ও ১২৭৪ নম্বর দাগে মোট ২২ শতক সম্পত্তি হাবিবা ও জিল্লুরের কাছে থেকে ক্রয় করেছেন রাজশাহীর ইব্রাহিম আলী যাহার দলিল নম্বর ৪৮৫৮। এছাড়াও বিগত ২০১৪ সালে মাসিন্দা মৌজায় ৪৪৭,৪৩২,৫১৮ ও ৪৪৯ নম্বর দাগে মোট এক একর এক শতক সম্পত্তি হাবিবা দিগরের কাছে থেকে ক্রয় করেছেন রাজশাহীর ইব্রাহিম আলী যাহার দলিল নম্বর ৪৮৫৭। কিšত্ত এসব সম্পত্তি কিনেও ইব্রাহিম আলী দখল নিতে গেলে তাকে বাধা প্রধান ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন প্রভাবশালীরা। এ ঘটনায় ইব্রাহিম আলী বাদি হয়ে মিজানুর রহমান ওরফে রনি দিগরকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার কালীগঞ্জহাট গ্রামের মৃত আনিসুর রহমানের পুত্র মিজানুর রহমান রনি, আসাদুর রহমান রতন, জিয়াউর রহমান জুয়েল ও মোখলেসুর রহমান রয়েল উক্ত সম্পত্তি তাদের হিস্যার দাবি করে সম্পত্তি দখলে ইব্রাহিম আলীকে বাধা প্রদান করছে। সম্পত্তির দখল নিয়ে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এদিকে ক্রয় সূত্রে সম্পত্তির মালিক ইব্রাহিম আলী এবিষয়ে সরেজমিন তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি নিয়ে সালিশ বৈঠক হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে আবারো বসার কথা বলা হয়েছে। তিনি বলেন, সম্পত্তি নিয়ে আদালতে মামলা থাকায় এখন যে যতটুকু ভোগদখল করছে তাদের ততোটুকু ভোগদখল করতে বলা হয়েছে। এব্যাপারে মিজানুর রহমান রনি অভিযোগ অস্বীকার করে বলেন, এসব সম্পত্তিতে তাদেরও হিস্যা রয়েছে তাই তারা দখলে নিতে চাইছে। এব্যাপারে ইব্রাহিম আলী বলেন, তিনি হাবিবা দিগরের কাছে থেকে নায্যমূল্য এসব সম্পত্তি ক্রয় করেছেন, কিšত্ত রনি দিগরের লোকজন জোরপূর্বক সম্পত্তি জবরদখলের চেস্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ