• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে কেউ আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল: জাতিসংঘ দেশের শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে উন্নীত করতে সংস্কার হচ্ছে: ড. ইউনূস আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্টের আঙ্কারায় বৈঠক বাংলাদেশ ব্যাংকে যে কোনো সময় অভিযান, খালাস পেলেন শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় সাজাপাপ্ত সব আসামি গাজাবসীকে ‘অন্য কোথাও’ সরিয়ে উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র মেসি, ম্যারেডোনা কিংবা পেলে নন, তিনি নিজেই সর্বকালের সেরা বাড়তি সুবিধা সহ মধ্যপ্রাচ্যে নতুন করে বাংলাদেশি শ্রমিক নেওয়ার সুখবর

কৃষকের পাচ্ছেনা নায্যমূল্য ৩০ হাজার একর জমির বোরো ধান নিয়ে বিপাকে চাষী

আপডেটঃ : শনিবার, ৫ মে, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের চিতলমারীতে দেড় মন ধানের বিনিময়েও মিলছে না একজন ধান কাটার কামলা। গত কয়েক দিনের বৃষ্টির কারণে এ জটিলতা দেখা দিয়েছে। ফলে ক্ষেতেই নষ্ট হচ্ছে পাকা ধান ও খড়। কোন কোন  চাষী কিছু ধান ঘরে উঠলেও তারও নায্য মূল্য পাচ্ছে না কৃষক। তাই এ বছর প্রায় ৩০ হাজার একর জমির পাকা ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন বোরো চাষীরা । উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, কৃষী অধ্যুষিত এ অঞ্চলে এ বছর ক্ষেতে যেমন রোগ-বালাই কম ছিল। তেমনি ছিলনা কোনো পোকার উপদ্রব। বেরো ফলনের পরিবেশ অনুকুলে থাকায় এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। আর এ ফলন ঘরে তুলতে পারলে ধান বিক্রি করে মিটবে কৃষকের ধারদেনা। সেজন্য প্রতিটি কৃষক পরিবারে সদস্যরা কাকডাকা ভোর থেকেই ধান কাটার কাজ শুরু করেন। একটুকু ফুসরত নেই কারো, বসে নেই পরিবারের মেয়ে-গৃহবধু ও ছোট্ট শিশুরা ও, ব্যাস্ত সবাই কাজে ।চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার জানিয়েছেন- এ বছর উপজেলার ৭ টি ইউনিয়নে মোট ব্ল¬কের সংখ্যা ২১ টি,এরমধ্যে বড়বাড়িয়া ব্লকে এক হাজার ৯০১ একর, হাড়িয়ারঘোপ ৯২৬ একর, মাছুয়ারকু এক হাজার ৮৭৭ একর, কলাতলা এক হাজার ৩৫৮ একর, রহমতপুর এক হাজার ২৯৬ একর, শৈলদাহ এক হাজার ৩০৯ একর, হিজলা এক হাজার ৯৯ একর, কুড়ালতলা এক হাজার ৩৩৩ একর, শান্তিপুর এক হাজার ১৯৭ একর, শিবপুর ৬১৭ একর, বড়বাক ৬১৭ একর, চিতলমারী দুই হাজার ৭৪ একর, শ্রীরামপুর ৩ হাজার ৩০৯ একর, রায়গ্রাম ৩ হাজার ৮০৩ একর, চরবানিয়ারী ৯৮৮ একর, খড়মখালী এক হাজার ১১১ একর, চরডাকাতিয়া ৯২৬ একর, সন্তোষপুর ৭৯০ একর, দড়িউমাজুড়ি এক হাজার ২২২ একর ও কচুড়িয়া ব্লকে ৯৬৩ একর মোট ২৯ হাজার ৪৩০ একর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। তারমধ্যে ২৮ হাজার ৬৬০ একর জমিতে হাইব্রিড, উফশী ৬৫২ ও স্থানীয় জাতের ধান ১১৮ একর জমিতে চাষাবাদ হয়েছে। যা বিগত বছর গুলোর তুলনায় ১৩৫.৮৫ একর বেশী। আর প্রতিটি ক্ষেতেই এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এ ফলন ঠিক মত ঘরে তুলতে পারলে ও নায্যমূল্য পেলে অবশ্যই কৃষক লাভবান হবেন।সুরশাইলের কৃষক শুধাংশু মন্ডল, মুন্না শেখ, কুরমনির রেজাউল খান, বুদ্ধ বসু, পরিমল বিশ্বাস, উত্তম বসু, শ্রীরামপুরের নিমাই মন্ডল, শেখর ভক্ত, পাটরপাড়ার মুজিবর বিশ্বাস, বোয়ালিয়ার টিটব বিশ্বাস ও খড়মখালীর পরিমল মজুমদারসহ অসংখ্য কৃষক জানান, এ বছর চাষিরা সতর্স্ফুত ভাবে ধান চাষ করেছে। আবহাওয়া অনুকুলে থাকায় ও পোকার আক্রমণ না হওয়ার কারণে এ বছর বেরো ধানের বাম্পার ফলন হয়েছে। আনন্দ উৎসবের মধ্যে দিয়ে বোরো ধান কাটা শুরু হয়। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টির কারণে এক হাজার টাকার বিনিময়েও একজন কামলা (মজুর) মিলছে না। যা দেড় মন ধানের দাম। তাই কামলার অভাবে এখানে ক্ষেতেই নষ্ট হচ্ছে শত’ শত’ মণ পাকা ধান ও খড়। তারা আরও জানান, কঠিন পরিশ্রমের পর কিছু ধান ঘরে উঠলেও তারও নায্যমূল্য মিলছে না কৃষকের ভাগ্যে। বর্তমানে এখানে প্রতি মন ধান বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা দরে। তাই এ বছর প্রায় ৩০ হাজার একর জমির বোরো ধান নিয়ে তারা চরম বিপাকে পড়েছেন। তবে চিতলমারী উপজেলা খাদ্য পরিদর্শক আদুরী রানী ব্রক্ষ্ম জানান, এ বছর সরকারি ভাবে প্রতিমন ধান এক হাজার ৪০ টাকা ও চাল এক হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তাদের কাছে এখনো কোন চিঠি আসেনি। চিঠি আসলে সরকারি ভাবে এখানে ধান-চাল সংগ্রহ শুরু হবে। তখন কৃষক নায্যমূল্য পাবেন বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ