• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

তানোরে হিরো ইট ভাটার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আপডেটঃ : রবিবার, ৬ মে, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোর ও নওগাঁর মান্দা সীমান্ত সংলগ্ন চৌবাড়িয়া হাট সংলগ্ন স্থানে গড়ে উঠা মেসার্স হিরো ইট ভাটার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তানোর পৌর এলাকার গুবিরপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র বকুল হোসেন ভাটার বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ করেছেন। এদিকে ইট ভাটার এই প্রতারণার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে উঠেছে সমালোচনার ঝড়। জানা গেছে, চলতি বছরের ৫মে শনিবার বকুল হোসেন বাড়ির প্রাচীর নির্মাণের জন্য চৌবাড়িয়া হিরো ইট ভাটা থেকে দুই হাজার ইট কিনে ভাটার ট্রলি যোগে নিয়ে আসেন। কিন্তু এখানে এসে ইট গোনার পরে দেখা যায় প্রতি হাজার ইটে দুশ’ করে ইট কম দেয়া হয়েছে। বকুল হোসেন জানান, চৌবাড়িয়া হিরো ভাটার কাছে থেকে সাড়ে ৬ হাজার টাকা হাজার দামে দুই হাজার ইটের দাম দিয়েছেন ১৩ হাজার টাকা। তিনি বলেন, ইট কমের বিষয়টি সঙ্গে সঙ্গে ভাটা মালিককে জানানো হলে ভাটার মালিক ইট কম দেয়ার কথা অস্বীকার করে বলেন, দুই একটা ইট কম হতে পারে তাই বলে এতা ইট কম হবে না তবে গাড়ীর ড্রাইভার ইট চুরি করে রাস্তায় বেচে দিতে পারে বিষয়টি পরে দেখা হবে বলে তিনি এড়িয়ে যান।
এদিকে ইট কম দেয়ার অপরাধে ইট নিয়ে আশা গাড়ী আটক করে রাখা হয়। আর গাড়ী আটকের খবর পেয়ে কিচ্ছুক্ষণের মধ্যে ভাটা মালিক বকুলের বাড়িতে এসে দুশ’ ইটের দাম ফেরত দিয়ে বিষয়টি জানাজানি না করার জন্য তাদের অনুরোধ করে গেছেন। এসব বিষয়ে জানতে চাইলে মেসার্স হিরো ইট ভাটার স্বত্ত্বাধিকারী পরিচয়ে টোকেন উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আপনারা (সাংবাদিক) যা শুনেছেন সব মিথ্যা ভূয়া কথা, আপনারা সব সময় একটু বেশি কথা বলেন বলেই মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ