• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

ধামরাইয়ে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামুলক নাগরিক পদযাত্রা ও নাগরিক সংলাপ

আপডেটঃ : রবিবার, ৬ মে, ২০১৮

ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে বাংলাদেশের মধ্যম আয়ের অন্য স্বপ্ন,পিপিআরসি ও ধামরাই পৌর-সভার যৌথ উদ্যোগে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সচেতনতামুলক নাগরিক পদযাত্রা ও নাগরিক সংলাপ উপলক্ষে এক বিশাল র‌্যালি বের হয়ে পৌর-শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করে পৌর-চত্বরে এসে শেষ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৬ মে ) সকাল ১১ ঘটিকার সময় ধামরাই পৌর-সভার হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় পৌর আওয়ামী-লীগের সভাপতি ও পৌর-মেয়র আলহাজ¦ গোলাম কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসি আহবায়ক ”হেলদি বাংলাদেশ” এর নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন,১৯৭৮ সালে বিশ^ স্বাস্থ্য সংস্থা ”সবার জন্য স্বাস্থ্য” শ্লোগান গ্রহন করে। কালের বিবর্তনে এই শ্লোগান আরও পরিশীলিত হয়ে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা হিসাবে ২০১১সালে ওয়ার্ল্ড হেলদ এসেমবেলিতে সবার জন্য স্বাস্থ্য কতৃক গৃহীত হয়।স্বাস্থ্য সুরক্ষার মুল কথা হল সকল জনগোষ্টি তাদের যে কোন স্বাস্থ্যসেবা পেতে নিশ্চিত থাকবে এবং সেবা অবশ্যই মানসম্মত হবে।সেই সেবা গ্রহন কারির জন্য কোন অর্থিক ঝুকিঁ থাকবেনা।এই সেবার মান ও ব্যায় সাধ্যতা ও অন্যতম লক্ষ হিসাবে সরকার সহ সকল মহলে বিবেচিত হচ্ছে, বাংলাদেশ সরকার সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার নীতিতে অংগীকারবব্ধ ও এই লক্ষকে এগিয়ে নিয়ে যেতে বহুমুখি নীতি উদ্যোগ ও কর্মসুচী গ্রহন করেছে।
এই সময় বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ঢাকা জেলা আওয়ামী-লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শফিক আনোয়ার গুলশান, আওয়ামী-–লীগের   সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল ওয়াজেদ, বাংলাদেশ বেসরকারী এনজিও সংস্থা সজাগের পরিচালক মোঃ আব্দুল মতিন, অবসর প্রাপ্ত  ড. সুকুমার সরকার, ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ রোকন উদ্দিন, পৌর-যুবলীগের সহসভাপতি মোঃ আলী খান, পৌর-যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সুজন আহম্মেদ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলার সভাপতি মোঃ নাহিদ হাসান, ধামরাই প্রেস কøাবের সভাপতি মোঃ শামীম খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ