রংপুর অফিস॥
রংপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী স্কুল থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। গতকাল রোববার দুপুরে বিদ্যালয় চত্ত্বরে আলোচনা সভায় বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল মুযন আজাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রেজাউল ইসলাম মিলন, ছাত্র অধ্যাপক গোলাম আহমেদ ফারুক তৌহিদুল ইসলাম, মাহমুদ আজম, শাহ নবী উল্ল্যাহ পান্না, শাহ মোঃ মফিজুল ইসলাম, আলফানুল ইসলাম, ১৯৮২ ব্যাচের মোঃ রফিকুল ইসলাম, ১৯৮৩ ব্যাচের জাভেদ ইকবাল, ২০০২ ব্যাচের জসিম উদ্দিন, দুলাল মিয়া ২০০৯ ব্যাচের এহসানুল হক সুমন, শরিফুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য নাম, ঠিকানা, ছবি, রেজিস্ট্রেশন ফিসহ বিদ্যালয় অফিস কক্ষে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। আগামী ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।