পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥
মহান মে দিবস উপলক্ষে পীরগঞ্জ রবিবার সন্ধায় পূর্ব চৌরাস্তা মোড়ে শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ও কবি গানের পালা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী, ইউএনও এ ডব্লিউ এম রায়হান শাহ্, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিরুজ্জামান, আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ইকরামুল হক, শ্রমিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আনারুল হক, উপজেলা শ্রমিক লীগ সম্পাদক পিয়ার রহমান, ট্রাক-ট্যাঙ্ক-লরি শ্রমিক ইউনিয়ন সভাপতি রুস্তম আলী প্রমুখ। আলোচনা সভা শেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবি গানের পালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে কবিয়াল ক্ষিতিশ চন্দ্র রায় ও কবিয়াল কাজল রানী রায়।