• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আপডেটঃ : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩ টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল বাশির, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম খলিল এবং প্রচার সম্পাদক মোঃ শাহিন কাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে মোঃ এনামুল হক ও জহির উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো. রবিউল আওয়াল, আব্দুল আজিজ ও মোয়াজ্জেম হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন।প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সাংবাদিকদের জানান, দীর্ঘদিন পর এ নির্বাচন অনুষ্ঠিত হল। ভোটাররা স্বতঃর্ফুতভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন।ভোটার আব্দুর রাকিব জানান, যোগ্য ও সৎ প্রার্থীকে ভোট দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ