• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

আ’লীগ নেতা বাপ্পি হত্যা মামলায় পৌর মেয়র মিরন ও আজাদ সিদ্দিকীর জামিন মঞ্জুর

আপডেটঃ : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পি হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও কাদের সিদ্দিকী বীরউত্তমের ছোট ভাই আজাদ সিদ্দিকীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার(১৫ মে) টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তারা আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। আদালতের বিচারক আবুল মনসুর মিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এরআগে গত ৮ মে তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ।
উল্লেখ্য, ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় বাপ্পী টাঙ্গাইল শহরের কলেজপাড়ার নিজ বাসা থেকে তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর বাসার অদূরে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে তাকে হত্যা করে। ওই সময় বাপ্পীর সাথে থাকা মতিন নামে এক ব্যক্তিকেও একইভাবে হত্যা করা হয়। ঘটনার দুইদিন পর ২৩ নভেম্বর বাপ্পীর বাবা আতাউর রহমান খান বাদি হয়ে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ