ভুঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে গঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুঞাপুর পৌর মেয়র মোঃ মাসুদুল হক মাসুদ, শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলমগীর সরকারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি শামীম আল মামুন জুয়েল, জেলা সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, জেলা দপ্তর সম্পাদক আব্দুল্লাহ, মধুপর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, টাঙ্গাইল সদর উপজেলা সমিতির সভাপতি আব্দুল হাকীম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আতোয়ার রহমান তালুকদার মিন্টু প্রমুখ। আলোচনা শেষে আগামী ৩ বছরের জন্য প্রস্তাবক ও সমর্থনের মাধ্যমে মোঃ মহীউদ্দিন কে সভাপতি ও কাজী জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।সভায় বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহীউদ্দিন জানান ১৯৭৩ সালে ১০ টি স্কুল নিয়ে প্রতিষ্ঠিত সমিতি ২০০৯ সাল পর্যন্ত জমা কৃত টাকার পরিমান ছিল ২২ লাখ, আর আমরা দায়িত্ব নেওয়ার পর আজ তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ কোটিতে স্কুলের সংখ্যা হয়েছে ২৮টি শিক্ষক সংখ্যা ৩৯৭ জন। এখান থেকে শিক্ষক কর্মচারি আপদ কালীন সুবিধা ও অবসর সুবিধা দিয়ে থাকি।