• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

বাগেরহাটে মল্লিকেরবেড় ইউনিয়নে বাজেট ঘোষনা

আপডেটঃ : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদে আগামী ২০১৮-১৯ অর্থবছরে এক কোটি ৮২ লাখ ৭৯ হাজার ২১৬ টাকার প্রস্তাবিক বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনঅংশগ্রহন, আংশিদারিত্ব, সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষ্যে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের উপস্থিতিতে এ উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলামের সভাপতিত্বে বাজেট সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ আলী আজিম, ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান হাবিব, মোঃ সাইফুল ইসলাম, মোঃ তারেক তালুকদার মন্টু, মোঃ হাবিবুর রহমান গাজী, মোঃ মতিয়ার রহমান খান, মোঃ হালিম তালুকদার, মোঃ হুমায়ুন মল্লিক, মোঃ পিযুশ কান্তি দাস, দেপাল মন্ডল, সংরক্ষিত মহিলার আসনের সদস্য মোসাঃ মুন্নি আক্তার ডলি, মোসাঃ রাজিয়া বেগম, সান্তনা রানী দাস প্রমুখ।
সভায় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলাম আগামী অর্থবছরে অগ্রাধিকার ভিত্তিতে যে সকল উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়র করা হবে সে বিষয়ে আলোচনা করে নিজস্ব রাজস্ব আদায় বৃদ্ধিকরণের তাগিদ দেন। পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ ও মাদকের অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করার অঙ্গীকার করে মাদকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষনা দিয়ে বাজেট সভার সমাপ্ত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ