• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালের ভরাডুবি, বিজেপিকে অভিনন্দন অসংগতি ঢাবির ভর্তি প্রশ্নে, দুবার করে এলো ৪টি প্রশ্ন গাজীপুর সহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুর রাজধানীর ফার্মগেট থেকে উদ্ধার ৩ ককটেল নিষ্ক্রিয় করল সিটিটিসি জলপাই খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ, আটক অভিযুক্ত ব্যক্তি ব্যর্থ হতে দেওয়া যাবে না সরকারকে: রিজভী মেঘনা কূলে মূর্তিমান এক আতঙ্কের নাম ‘কানা জহির’ রাজধানীতে বোমা’ পড়ে থাকার খবরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে শ্যামনগরে পীর দাবি করা মিজানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল শাস্তির আওতায় আনা হবে গাজীপুরে হামলায় জড়িতদের: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে বাজেট ঘোষণা

আপডেটঃ : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে বাজেট ঘোষণা করা হয়েছে। উন্মুক্ত বাজেট সভার মধ্যদিয়ে এবাজেট ঘোষণা করা হয়। জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ১ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ১৭৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ-উপলক্ষে গত কাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়। গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য দেন, মহিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. একরামুল হক। এসময় সাবেক চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি, প্যানেল চেয়ারম্যান মো. তাশেম আলীসহ অর্ধসহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। এবারের বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে ১ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ১৭৪ টাকা আয় ধরা হয়েছে। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২১ লাখ ৯৯ হাজার ৭২০ টাকা এবং উন্নয়ন খাতে ১ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার ৪৫৪ টাকা। অপর দিকে উভয়খাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ১৭৪ টাকা। এবারের বাজেটে সড়ক যোগাযোগ, বিশুদ্ধ পানি সরবরাহ ও দারিদ্র্যদূরিকরণ খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। জেলার ভোলাহাট সদর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চেয়ারম্যান ইয়াজদানী আলীম আল রাজি জর্জের সভাপতিত্বে ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আতাউর রহমান, মোয়াজ্জেম হোসেন ভুটু, আলমগীর রেজা, আহাসানুর কবির, আলফাজ হোসেন হিরোসহ অন্যান্য সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পেশাজীবিদের উপস্থিতিতে বাজেট পাঠ করেন ইউপি সচিব আহসান হাবিব।এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৭১  হাজার ৭০০ টাকা যা গত অর্থ বছর থেকে ২৬ লাখ টাকা বেশী। ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৭১  হাজার ৭০০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ