পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি॥
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মঠপাড়া গ্রাম থেকে নাজনীন আক্তার (৩০) নামে এক মাদক বিক্রেতা নারীকে ১৬ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ টার দিকে তাকে আটক করা হয়।
আটকৃত নারী উপজেলার মঠপাড়া গ্রামে মানিক মন্ডলের স্ত্রী।
পাঁচবিবি থানার আফিসাস ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানন, নাজনীন অনেক আগে থেকেই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। মঠপাড়া গ্রামে মাদক বেচাকিনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে জয়পুরহাট থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি।