ভোলা প্রতিনিধি॥
ভোলায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ মে ২০১৮) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী দক্ষিণ জোনের অধীনস্থসিজি স্টেশান কালিগঞ্জ কর্তৃক একটি বিশেষ অভিযান করেন। অভিযানে কালিগঞ্জ বাজার ও গোবিন্দগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে ৮ লক্ষ ৫০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের বাজার মূল্য দুই কোটি সাতানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। জব্দকৃত কারেন্ট জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।