• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১০ অপরাহ্ন

হিমাগারের প্রাচীর নির্মাণে সরকারি গাছে কুড়ালের কোপ

আপডেটঃ : শুক্রবার, ১ জুন, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোরে নির্মাণাধীন মেসার্স তামান্না কোল্ড স্টোরের বিরুদ্ধে এবার রাঁতের আঁধারে সরকারি রাস্তার তাজা গাছ কাটার অভিযোগ উঠেছে। এসব সরকারি গাছ কাটার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অধিবাসিদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। জানা গেছে, মেসার্স তামান্না কোল্ড স্টোরের সীমানা নির্মাণের সময় সরকারি রাস্তার এসব গাছ কাটা হয়েছে। তানোর-বায়া রাস্তার কালীগঞ্জহাট কলেজ মোড়ে মেসার্স তামান্না কোল্ড স্টোর নির্মাণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার দিবাগত রাতে স্টোরের কর্মচারিরা ৩টি শিশুগাছ কেটে গোড়া মাটি দিয়ে ঢেকে দিেিয়ছে ও একটি শতবর্ষী কড়াই গাছের সিংহভাগ কেটে স’মিলে বিক্রি বিক্রি করে দিয়েছে। গতকাল সরেজমিন মেসার্স তামান্না কোল্ড স্টোরে গিয়ে ম্যানেজার আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলেও গণমাধ্যম কর্মীদের সঙ্গে স্টোর কর্তৃপক্ষের কেউ কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেছে। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ শওকাত আলী বলেন, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি তবে, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে বলে তিনি জানান।
স্থানীয়রা জানায়, ইতিপূর্বে স্টোর কর্তৃপক্ষের অবহেলায় বাজেবর্ষ গ্রামের নুরুল ইসলামের পুত্র রিপণ গুরুত্বর আহত হয় ওই ঘটনায় স্টোর কর্তৃপক্ষ বড় অঙ্কের আর্থিক জরিমানা দিয়ে ঘটনা ধাঁমাচাঁপা দেয়। এ ঘটনার রেশ শেষ হতে না হতেই গোদাগাড়ীর কাঁকনহাট পৌর সদরের রতœা খাতুন (১৪) ও রপসী খাতুন (১৫) একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী দু’শ্রমিককে শারীরিক ভাবে বিধস্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই শ্রমিকের স্বজনরা থানায় অভিযোগ করতে চাইলেও তাদের কিছু টাকা-পয়সা দিয়ে এবারেও ঘটনা ধাঁমাচাঁপা দেয়া হয়। আবার সরকারি নির্দেশণা লঙ্ঘন করে ৫০ কেজির পরিবর্তে ৬৫ থেকে ৭০ কেজি ওজনের বস্তায় আলু রাখা হচ্ছে বলেও কৃষকের অভিযোগ করেছে। সংশ্লিষ্ট এলাকাবাসি এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ