পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি॥
জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়নের ঘোড়াপা হযরত শাহ্ সূফী আলাউদ্দিন নূরী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল, ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে ৫ টায় মাদ্রাসা চত্বরে প্রতিষ্ঠানের সভাপতি আবু হোরায়রা বিদ্যুতের সভাপতিত্বে ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আঃলীগ সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর, বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, ইউনিয়ন আঃলীগ সভাপতি ইউনুস আলী মন্ডল,সম্পাদক হাফিজুর রহমান, বাগজানা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।