টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইল পৌরসভার দক্ষিণ কাগমারা এলাকা থেকে শামছুল আলম (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ জুন) সকাল ৯টায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামছুল আলম শহরের পূর্ব আদালত পাড়া এলাকার মৌলভী আব্দুর রহিমের ছেলে। শামসুল আলম টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কাজী হিসেবে নিয়োগ প্রাপ্ত ছিলেন।
টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে শামছুল আলম বের হয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয় লোকজন দক্ষিণ কাগমারা এলাকায় একটি ধান ক্ষেতে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধে খুন করে দুর্বৃত্তরা ধানক্ষেতে মরদেহ ফেলে রেখেছে। তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে বলে জানান ওসি।