চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জন চোরসহ চুরি হওয়া ৩টি অটো উদ্ধার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃতরা নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হতে অটো চুরি করে বিক্রয় করে থাকে। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নির্দেশনায় গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে আন্ত:জেলা অটোচোর চক্রের১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একবরপুর জাব্বার বিশ্বাসের টোলার মাঃ ইদু আলীর ছেলে মোঃ শিমুল রাজু (২১), চানশিকারী খাসেরহাট গ্রামের -মোঃ মুকুলের ছেলে মোঃ দুলাল (২২), ভবানীপুর (শ্যামপুর) গ্রামের মোঃ সেতাবুর রহমানের ছেলে মোঃ রুবেল (২০), একবরপুর ডাক্তারপাড়ার মোঃ আঃ বারীর ছেলে মোঃ সেলিম রেজা (৩৫), আইড়ামাড়ী বিনোদপুর গ্রামের মোঃ মন্টুর ছেলে মোঃ রানা (২২), মনাকষা টোকনার মোঃ আফসার হোসেনের ছেলে মোঃ নাসির উদ্দিন (২২), একই গ্রামের মোঃ আস্তার আলীর ছেলে মোঃ শামীম রেজা (২২), রাজশাহী বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনীর মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ ওমর ফারুক (৩০), মৃত বাতু শেখের ছেলে মোঃ লিটন (২৬) ও মোঃ লাল চানের ছেলে মোঃ রাজু (২০)।