চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরুপনগর এলাকায় সিসিডিবি মোড়ে একটি বেকারি কারখানা আগুনে ভস্মিভুত হয়েছে। শুক্রবার দুপুরে জুমআর নামাজের পর অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ কর্মী মো. মতিউর রহমান দৈনিক গৌড় বাংলাকে জানান, শুক্রবার দুপুরে সিসিডিবি মোড়ে এফএনএস নামে একটি বেকারি কারখানায় শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিস এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে কারখানাটি ভস্মিভুত হয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় যোগাযোগ করা হলে এএসআই রেজাউল দৈনিক গৌড় বাংলাকে জানান, জুমআর নামাজের ঠিক পরেই আগুন লাগার ঘটনা জানার পর ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশের এটি টিম। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় কোন রকম মামলা দায়ের হয়নি বলে জানান তিন।