• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

তানোরের রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

আপডেটঃ : শনিবার, ২ জুন, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোরে ছাত্রলীগের এক নেতার দেয়া ফেসবুক স্ট্যাটাস নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলাপাড় সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, দেখা গেছে মিশ্র প্রক্রিক্রিয়া। তানোর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার অমি তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছে। স্থানীয় সাংসদের ঘনিষ্ঠ সহচর তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ওরফে ময়না, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে প্রদীপ সরকার ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের (সাবেক) নেতা শফিকুল সরকারকে নিয়ে ওই স্ট্যাটাস দেয়া হয়েছে। এদিকে স্ট্যাটাসে ময়ন ও প্রদিপকে চিটার-দালাল আঙ্খায়িত করে বলা হয়েছে দালাল-হাইব্রিডমুক্ত আওয়ামী লীগ চাই, তাদের চিটারি বুদ্ধি ছাড়া কিছু নাই, জনগণ মারবে চাবুক চড়বে ময়না ও প্রদিপ নামের ঘোড়ায় ওরে হাইব্রিড ময়না ও প্রদিপের দালালরা সরে দাঁড়া আসছে ছুটে ডিআইজি ও রাব্বানির পাগলা ঘোড়া। শফিকুল সরকার ভাই ময়না চেয়ারম্যানের পাঞ্জাবি ও পাছ ছেড়ে এলাকায় পালা। এছাড়াও ঠিকাদারী, গভীর নলকুপ অপারেটর নিয়োগ, বিএনপি-জামায়াতপ্রীতি, শিক্ষক-কর্মচারি নিয়োগ, গম বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যসহ তাদেরকে নিয়ে নানা সমালোচনা করে ওই স্ট্রাটাস দিয়ে বলা হয়েছে, প্রচারে তানোর থানা ছাত্রলীগ, মোঃ অমি সরকার, সাংগঠনিক সম্পাদক তানোর থানা ছাত্রলীগ ও সভাপতি তানোর পৌর ছাত্রলীগ।এসব স্ট্যাটাস দেখে কেউ কেউ বলছে, এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করা হোক নইলে এরা এসব অভিযোগ মিথ্যা সেটা প্রমাণ করুক নইলে তাদের কারণেই আওয়ামী লীগের সর্বনাশ হলে সেই দায় কে-? নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ