সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আলম মিয়া (৪০) সোমবার রাতে শিমলা বাসস্ট্যান্ডে বেধড়ক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।
জেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, রাত সাড়ে নয়টার দিকে তিনি জেলা শহর শেষে ফেরার পথে শিমলা বাসস্ট্যান্ড এলাকায় আলম মিয়া তার সাথে দেখা করে। এ সময় সে ফেরার পথে তার উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে।
ওসি (তদন্ত) মহব্বত কবীর বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।