পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি॥
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পাঁচবিবি এল বিপি সরকারি বিদ্যালয় মাঠে উপজেলা আঃলীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাভোকেট মোমেন আহম্মেদ চৌধরী।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না,পাঁচবিবি উপজেলা আঃলীগের সম্পাদক ও পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট সদর উপজেলা আঃলীগ সম্পাদক জহুরুল ইসলাম, প্যানেল মেয়র নূর হোসেন, পাঁচবিবি পৌর আঃলীগের সাবেক সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গোলাম রাব্বী ইস্তি, সম্পাদক মোসায়েদ আল-আমিন সাদ, উপজেলা ছাত্রলীগ সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগ সম্পাদক সাইদুর রহমান রাজু, মহীপুর হাজি মহসিন সরকারি কলেজ ছাত্রীগের সভাপতি নূর আলম প্রধানসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতাকর্মিরা উপস্থি ছিলেন।