বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ফখরুল ইসলাম সমাবেশে ঘোষণা করেছেন, আগামীকালের (বুধবার) সংলাপে দাবি না মানা হলে ৮ নভেম্বর রাজশাহী অভিমুখে রোডমার্চ এবং তফসিল না পেছালে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করা হবে।
আজ মঙ্গলবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা করেন।
ফখরুল বলেন, নাটক করলে হবে না। আপনাকে (প্রধানমন্ত্রী) ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং সংসদ বাতিল করতে হবে।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জাসদ সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মুনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।