• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

মনোনয়ন প্রত্যাশীর হত্যায় ভোটের সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটঃ : শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপির এক মনোনয়ন প্রত্যাশীকে অপহরণের পর হত্যার ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দেখছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে ঢাকা-১২ এর ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় মনোনয়ন ফরম কিনতে আসা যশোরের বিএনপি নেতা আবু বকর হত্যার ঘটনার তদন্ত করা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই এই ঘটনার রহস্য উদঘাটন হবে। কারণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে বিভিন্ন কাজ করছে। আর এই হত্যার সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের একটি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আবু বকর আবু। গত ১৯ নভেম্বর তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। ২১ নভেম্বর রাতে মর্গে লাশ দেখে আবু বকর আবুর লাশ বলে শনাক্ত করেন তার স্বজনরা।

আরো পড়ুনঃ দিল্লির জামা মসজিদ ভেঙে ফেলার দাবি বিজেপি নেতার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কেউ যদি মনে করে এসব ঘটনা নির্বাচনকে ঘিরে হচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যে বলছি, এসব ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সম্প্রতি গুম ও খুনের ঘটনা বেড়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ