দলের মনোনয়ন পেয়েও আকস্মিকভাবেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির গুরুত্বপূর্ণ তিন নেতা। তারা হলেন—দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ও মোয়াজ্জেম হোসেন আলাল।
তারা প্রত্যেকেই নির্বাচন না করার যুক্তি হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ না করার কথা বললেও কার্যত ভিন্ন কারণ রয়েছে বলে মনে করছেন দলটির বিভিন্ন স্তরের নেতারা। নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত আসন জটিলতার কারণেই তিন নেতা নির্বাচন করছেন না।
জানা যায়, মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-৫ (সদর) আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল থেকে তাকে বরিশাল-২ থেকে মনোনয়ন দেয়া হয়। এই কারণে তিনি মনক্ষুন্ন হন। ঢাকা-৮ থেকে নির্বাচন করতে চেয়েছিলেন হাবিবুন নবী খান সোহেল। কিন্তু তাকে মনোনয়ন দেয়া হয়েছিল ঢাকা-৯ আসন থেকে। আর ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন দেয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। হয়তো এই কারণে তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া নির্বাচনের আগে তার মুক্তি পাওয়া নিয়েও সন্দেহ আছে।
আরেকটি সূত্র জানায়, আবদুল আউয়াল মিন্টু বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য। আর সারাদেশে ২৩০ থেকে ২৪০টি আসনে বিএনপির প্রার্থী নির্বাচন করবে, সেখানে তাদের যে টাকা-পয়সার খরচ হবে তার দেখভাল করতে হবে নির্বাচন পরিচালনা কমিটিকে। এই কারণে আবদুল আউয়াল মিন্টু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
একটি সুত্র জানায়, মিন্টু ঋণখেলাপি হয়ে থাকতে পারেন। সে কারণেই হয়তো সরে দাঁড়িয়েছেন। এক আসনে বিএনপি একাধিক প্রার্থী দিয়েছে। বিভিন্ন কারণে কেউ যদি বাদ পড়ে বা নির্বাচন করেত না চায়, তাহলে সেখানে বিকল্প প্রার্থী নির্বাচন করবে। জানা যায়, মোয়াজ্জেম হোসেন আলাল প্রথমে চেয়েছিলেন মোহাম্মদপুরের আসনটি। পরে বরিশাল সদর চান। সেখানে দেওয়া হয়নি। কারণ সেখানে মজিবুর রহমান সরোয়ার আছেন।