জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে পার্টির আগ্রহী প্রার্থীদের মধ্যে বুধবার (১৬ জানুয়ারি) মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
এসময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, গণমানুষের কথা বলতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের মানুষের মনের কথা বলে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।
এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সংবিধানে বিরোধী দলের ভুমিকা অনুযায়ী জাতীয় পার্টি সংসদে শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করবে।
আরো পড়ুন: আমিরাতে জ্বলন্ত ভবনে শিশুকে বাঁচিয়ে পুরস্কার পেলেন বাংলাদেশি
মনোনয়ন ফরম বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর মাসুদ এম রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সেলিনা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পারভিন তারেক লিজা, কেন্দ্রীয় নেতা মোঃ মোহিবুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।