টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের সোনার বাংলা কমিউনিটি সেণ্টারের সামনে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামীল শাহীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুল ইসলাম লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, অমল ব্যানার্জী, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, স্বেচ্ছাসেবকদলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব আবদুল বাতেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।