• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন

ভোলায় বিএনপি বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২ মার্চ, ২০২২

ভোলা জেলা প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চাল, ডাল,তৈল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ভোলা জেলা বিএনপি।
বুধবার (২রা মার্চ) বেলা ১১ টায় শহরের মাহাজনপট্রিস্থ জেলা বিএনপির কার্যালয় সংলগ্ম এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতা মধ্যে রাখার দাবী জানান।
বক্তারা আরো বলেন অযোগ্য ব্যক্তিদের মন্ত্রীত্বে রাখার কারনেই আজ দেশের দ্রব্যমূল্যর দাম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাই দ্রব্যমূল্যর দাম কমাতে না পারলে পদত্যাগ করার ও দাবী তুলেন বিএনপির নেতারা।
এ সময় বক্তারা বলেন, একটি গুঞ্জন চলছে ভোলার বিএনপির কমিটিতে নতুন কেউ আসছে, দুর্দিনে বিএনপিতে যাদের অবস্থান ছিলো না আজ তারা নাকি বিএনপির কমিটিতে আসছে এমন কোন সিদ্ধান্ত আসলে ভোলা জেলা বিএনপি মেনে নিবে না।
বিএনপির নেতারা বলেন, ভোলার বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম মোশারেফ হোসেন শাহাজান এর পরিবারের উত্তরসূরি আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর বাহিরে কোন কমিটি বা নেতৃত্ব মেনে নেওয়া হবে না বলেও হুশিয়ারী দেন নেতারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ ট্রুম্যান এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক কবির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোপান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সদর থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন।
আরো বক্তব্য রাখেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুর কাদের সেলিম,জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, সহ সভাপতি মোন্তাসির আলম রবিন চৌধুরী, ছাত্রদলের সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক আলমিনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি রাইসুল আলম, জেলা যুবদলের সহ সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আকবার আকন, সহ সভাপতি মীর রনি, জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমপ্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ