• বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

আত্মবিশ্বাসী চিত্রনায়িকা ফারিন খান

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

 

বিনোদন রিপোর্টার : চলতি প্রজন্মের গ্ল্যমারার্স চিত্রনায়িকা ফারিন খান। ২০১৭ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাৎতারিকি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করেন তিনি। রূপ, ফিটনেস, গ্ল্যামার, অভিনয়, অভিব্যক্তি- এইসব কিছুর সমন্বয়ে প্যাকেজ অভিনেত্রী হিসেবেই ছবিটির মাধ্যমে তার আবির্ভাব হয়, যা সিনেমায় এই সময়ে খুব কম দেখা যায়। যদিও এ ছবির পরপরই বিরতিতে চলে যান তিনি। মূলত পড়াশোনা ও পারিবারিক কারণেই ছিল এই বিরতি। তবে করোনার মধ্যেই কাজে ফেরেন ফারিন। নতুন সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি ব্যস্ত হয়ে পড়েন মডেল হিসেবেও।
এই সময়ে একাধিক নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। এদিকে সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে তার অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবিটি। এ ছবিতে তার নায়ক তানভীর তনু। অন্যদিকে শিপন মিত্রের বিপরীতে ‘ফেসবুক’ ছবির কাজও শেষ। এ ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। দু’টি ছবিতে অভিনয় প্রসঙ্গে ফারিন বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নাম শুনলেই বোঝা যায় এ গল্পটা কী রকম হতে পারে। তবে টুইস্ট আছে। এখানে আমাকে ঘিরেই ছবির গল্প। আমি আশাবাদী ছবিটি নিয়ে। আর ‘ফেসবুক’ ছবিতে একদম গ্ল্যামারার্স এক তরুণীর ভূমিকায় দেখা যাবে আমাকে। এ ছবিটিও এ সময়ের দর্শকদের ভালো লাগবে। এদিকে ক’দিন আগেই নারী দিবসের একটি টিভিসি’র মাধ্যমে আলোচনায় এসেছেন ফারিন। আবু রায়হান জুয়েলের নির্দেশনায় এখানে তিনি পর্বতারোহী হিসেবে কাজ করেছেন। এখানে কাজ করতে গিয়ে আহতও হয়েছিলেন। তবে তার ফলও পেয়েছেন। বিজ্ঞাপনটির মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন ফারিন। এদিকে নতুন কাজ প্রসঙ্গে আত্মবিশ্বাসী এ অভিনেত্রী বলেন, আমার প্রায় প্রতিদিনই কাটে ব্যস্ততায়। কারণ সিনেমার বাইরেও আমি বিভিন্ন ব্র্যান্ডের কাজ নিয়ে ব্যস্ত থাকি। ওভিসি করছি। ফারিন আরও বলেন, আমি আসলে নায়িকা হতে চাই না, ভালো অভিনেত্রী হতে চাই। সে লক্ষ্য নিয়েই এগুচ্ছি। আগামী ৬ মাসে আমি বেশকিছু সিলেক্টিভ ও মানসম্পন্ন কাজ করবো ইনশাআল্লাহ। আমি মনে করি এই কাজগুলো আমাকে আরও একধাপ এগিয়ে নেবে। অনেক কাজ করতে চাই না, ভালো মানের কিছু কাজ করতে পারলেই আমি সন্তুষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ