রাজধানীর পান্থপথে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে তার-পরিচয় পাওয়া যায়নি।
রবিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী যুবক রাত ১টার দিকে একটি বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।