• বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে আমাদের শক্তি সাহসের জায়গা হারিয়েছি : ভিপি নুর

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী সেইফ গার্ড হিসেবে সামনে ছিলেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, মোস্তাক মারা যাওয়ার পরে তাকে নিয়ে হুইল চেয়ারে করে আমরা আন্দোলন করেছি। কারণ আমাদের পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করবে, হামলা করবে। তিনি আমাদের সেইফ গার্ড হিসেবে সামনে ছিলেন। এটা আমরা অবশ্যই অনুভব করি। এটা বলার মতো না যে আমরা কি হারিয়েছি আমাদের সংকটে। আমরা আমাদের শক্তি সাহসের জায়গা হারিয়েছি।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও ডায়ালাইসিস সেন্টারের মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে সাংবাদিকদের এ কথা বলেন নুর।

নুরুল হক নুর বলেন, তার মতো একজন অভিভাবক আমাদের বিপদে-আপদে ছিল। আমাদের মোদিবিরোধী আন্দোলনে ছাত্ররা গ্রেফতার ছিলেন। তাদের জামিনের জন্য তিনি নিম্ন আদালতে ফেটেও গিয়েছিলেন। আমাদের নিয়ে হাইকোর্ট অভিমুখে লংমার্চের মতো কর্মসূচি করেছেন। আমরা সাহস করতাম না জাফরুল্লাহ চৌধুরী ছাড়া এ কর্মসূচির।

তিনি আমাদের বলেছিলেন তোমরা রাস্তায় থাকো। তোমাদের বিজয় লাভ করতে হবে। জাতির মুক্তির জন্য তোমাদের রাস্তায় থাকতে হবে। আমরা তার যেই পরামর্শ, দিকনির্দেশনা দেশের প্রত্যেকের জন্য প্রয়োজন। সেটা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে যাবো।

তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরী সততা ও দেশপ্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দলমত নির্বিশেষে সবাই তার কাছে আসতেন। তিনি কাউকেই খালি হাতে ফেরাতের না। দেশের এ সংকটে তাকে প্রয়োজন ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ