• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

নিউ সুপার মার্কেটে আগুন : আহত ৩১ জন ঢামেকে

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জন ফায়ার সার্ভিসের কর্মী, ১২জন দোকান কর্মচারী, ১ জন বিমান বাহিনীর সদস্য ও ১ জন আনসার সদস্য। বাকিরা সেচ্ছাসেবী বলে জানা গেছে।

শনিবার সকালে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আহত ৩১ জন হলেন – ফায়ার সার্ভিস সদস্য রাসেল (২২), ফায়ার সার্ভিস সদস্য শান্ত (২৪), ফায়ার সার্ভিস সদস্য তৌফিক (২৩), ফায়ার সার্ভিস সদস্য রাজন (২৫), ফায়ার সার্ভিস সদস্য মিলন (২৬), ফায়ার সার্ভিস সদস্য সজীব (২৫), ফায়ার সার্ভিস সদস্য আরিফুল(২৬), ফায়ার সার্ভিস সদস্য কামরুজ্জামান (২৫), ফায়ার সার্ভিস সদস্য শরিফুল (২৪), ফায়ার ভলেন্টিয়ার রিফাত (২৩), ফায়ার সার্ভিসের ভলেন্টিয়ার মোঃ সাব্বির (৩৩), ফায়ার সার্ভিস সদস্য মোঃ সোহেল রানা (৩৫), ফায়ার সার্ভিস সদস্য দিপজল (২৪), ফায়ার সার্ভিস সদস্য রাজিব (৩০), ফায়ার সার্ভিস সদস্য আলমগীর (৩৬), বিমান বাহিনীর সদস্য সার্জেন্ট আরাফাত (৩২), আনসার সদস্য সবুজ (২০), দোকান কর্মী বায়জিদ (২৫), দোকান কর্মী হাসান (২০), দোকান কর্মী লিমন (২৮), দোকান কর্মী শাহ আলম (২০), দোকান কর্মী কামাল হোসেন (৩৩), দোকান কর্মী জীবন (২২), দোকান কর্মী জিসান (১৮), দোকান কর্মী ইয়াসিন (২৪), দোকান কর্মী স্বপন (২৩), ক্রোকারিজের দোকানদার মোঃ জীবন (৩০), দোকান কর্মী ফিরোজ আলম (৩০), দোকান কর্মী সাফিন (১৮), দোকান কর্মী ফারহান (২২) ও সেচ্ছাসেবী চানমিয়া (১৮)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং দোকানের কর্মচারীরা ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ