• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

মেয়েকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক বাবা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ মে, ২০২৩

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে শ্যামপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল সোমবার (১ মে) বিকেলে ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিম বেপারীকে (৪০) গ্রেপ্তার করে। তিনি শরীয়তপুর সদরের কলম বেপারীর ছেলে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফজলুল হক জানান, ২০২১ সালের ২৪ ডিসেম্বর নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে শাহবাগ থানায় কর্তৃক মো. আজিম বেপারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

আদালত ধর্ষণ মামলায় অবগত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণসহ বিচারিক কার্যক্রম শেষে আসামি আজিম বেপারীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮, ঢাকা তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিম বেপারী গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, স্ত্রীর অগোচরে নিয়ে বড় মেয়েকে ধর্ষণের অভিযোগে স্ত্রী বাদি হয়ে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

আজিম বেপারী ওই মামলায় ১৩ মাস জেল খাটার পর জামিনে বের হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। মামলার রায়ের পর থেকে শ্যামপুর থানা এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ